স্ক্রীন অফ রেখেও ইউটিউবে গান শুনুন
বন্ধুরা, আমরা অনেক সময় ইউটিউবে গান শুনে থাকি যে সময় মোবাইল ফোন স্ক্রীন অন রাখার দরকার হয়। কিন্তু ইউটিউবে সেটা সম্ভব হতো না। স্ক্রীন অফ করলেই গান বন্ধ হয়ে যেত। আজ আপনাদের দেখাব কিভাবে মোবাইল ফোনের স্ক্রিন অফ রেখে ও গান শুনতে পারবেন। যাতে আপনার ফোনের ব্যাটারি খরচও কম হবে।
তো চলুন বন্ধুরা শুরু করি-
- প্রথমত, আপনার ব্রাউজারটি হতে হবে Google Chrome
- গুগল ক্রোমে গিয়ে Youtube থেকে পছন্দের ভিডিও টি চালু করুন।
- গুগল ক্রোম এর ডানপাশে থাকা মেন্যু বাটন (তিন ডট) বাটনটি চাপুন। সেখান থেকে ডেস্কটপ মোড টিক দিয়ে
অন করে নিন।
- হোম বাটনে ক্লিক করুন। সাথে সাথে ভিডিওটি বন্ধ হয়ে যাবে। ভয়ের কিছু নেই।
- এরপর আপনি নোটিফিকেশন বারে গানটি Pause
ধন্যবাদ, আজকের এই টিপসটি মনোযোগ সহকারে পড়ার জন্য।
আগামীতে কোন ধরনের পোস্ট চান জানালে খুশি হব, আসসালামু আলাইকুম।