ফোন পানিতে পড়ে গেলে যা করণীয়
আসসালামু আলাইকুম!
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকের এই পোস্টে আমি আপনার মূল্যবান ফোনটি পানিতে পড়ে গেলে কি করবেন সে বিষয়ে কিছু কথা বলব।
পাঠক, আমাদের অনেক সময় ফোন পানিতে পড়ে যায় বা পানি ফোনের উপর পড়ে ব্যাপারটা অনেকটা এরকম যে,
আমি তো প্রেমে নয়,এ সময় কি করবেন সে বিষয়ে আজকের এই টিপস।
প্রেম আমার উপর পড়েছে।
কয়েকটি কাজ করবেন আর কয়েকটি কাজ করবেন না। প্রথমেই
যে কাজ গুলো করবেন
- ফোনটি দ্রুত পানি থেকে তুলে ফেলুন এবং ফোনের ব্যাটারি খুলে ফেলুন বর্তমানের আধুনিক ফোন গুলাতে ব্যাটারি খোলা সম্ভব হয় না ভয়ের কিছু নেই যত দ্রুত সম্ভব পাওয়ার অফ করুন বা ফোনটি বন্ধ করুন।
- সিলিকা জেল দিয়ে জিপার লকযুক্ত প্যাকেটে ফোনটা রেখে দিন। সিলিকা জেল যদি ঘরে না থাকে তাহলে এক গামলা শুকনো চালের মধ্যে ফোনটি একদিন রেখে দিন।
- ফোনের গায়ে যদি কোন ময়লা লেগে যায় তাহলে ধুয়ে ফেলুন। ভয় পাবেন না।
যে কাজগুলো করবেন না
- ফোনটি পানি থেকে উঠানোর পর কোন ভাবেই ঝাকাঝাকি করবেন না।
- হেয়ার ড্রায়ার দিয়ে ফোন শুকানোর চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।
আমাদের ফোন অনেক সময় পানিতে পড়ে যেতে পরে বা ফোনে পানি পড়তেই পারে। তাই বলে ভড়কে যাবেন না। এ কাজগুলো যথা নিয়মে করতে থাকুন ফল পাবেন। এতেও যদি ভরসা না হয়, দ্রুত সার্ভিসিং সেন্টারে নিয়ে যান।
আমাদের এই পোস্টটি ভাল লাগলে সোশ্যাল সাইটে শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানিয়ে দিন, নিজের কাছে রাখুন। পরবর্তীতে কোন ধরণের পোস্ট আশা করেন সকলের কাছে সে বিষয়ে পরামর্শ কামনা করছি।
ধন্যবাদ মনযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য। আসসালামু আলাইকুম...