Header Ads

ফেসবুকে যে পাচটি কাজ করবেন না


আমরা যারা ফেসবুক চালাই তারা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যা করা মোটেও উচিত নয়। এ কাজগুলো করার দরুন কোন ধরনের ক্ষতি হতে পারে এবং কিভাবে তা থেকে বেচে থাকা যায় তার জন্যই এ পোস্টটি করা।
তো চলুন, কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। ফেসবুকে যে কাজগুলো করবেন না তার মধ্যে রয়েছে-

১. অযাচিত কোন লিংকে ক্লিক না করা: ফেসবুকে হ্যাকাররা অনেক সময় সুন্দর সুন্দর লিঙ্ক তৈরি করে পাঠায় যাতে ক্লিক করলে হ্যাকারদের কাছে আপনার ফেসবুকের তথ্যাদি চলে যায়। যার ফলে আপনার আইডি টি তারা হ্যাক করে নেয়।

২. ট্রাভেল ইনফো না দেয়া: ফেসবুকে আমরা অনেক সময় এমন দিই যে, ট্রাভেলিং ফ্রম **** টু *****। এগুলো করা উচিত না, এতে করে একজন সুযোগসন্ধানী বা চোর আপনার বাড়িতে আঘাত হানতে পারে। কিংবা আপনার গন্তব্যে পৌছাতে আপনাকে বাধা দিতে পারে।

৩. জন্মতারিখ পাবলিক না করা: আমরা জানি যে অনেক সাইটই আছে যারা তাদের সাইটে 'ফরগোট পাসওয়ার্ড' দেয়ার ক্ষেত্রে জন্ম তারিখ চায়। তাই জন্ম তারিখ পাবলিক রাখা উচিত নয়।

৪. চেক ইন পোস্ট না করা: আমরা ফেসবুকে এরকম পোস্ট অনেক সময় করে থাকি যে, চেক ইন এ্যাট অমুক। এগুলো করা থেকে বিরত থাকুন। এতে করে আপনি নিরাপদ তো থাকবেনই, স্থানীয় গুণ্ডা-সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাবেন।

৫. জন্ম নিবন্ধন বা এনআইডি নাম্বার পোস্ট না করা: আমরা অনেক সময় এনআইডি কার্ডের ছবি বা নাম্বার কিংবা জন্ম নিবন্ধন নাম্বার ফেসবুকে প্রকাশ করে থাকি। কিন্তু তা মোটেও উচিত নয়। জেনে রাখা ভালো, ওয়েবসাইটের সহায়তা নিয়ে এনআইডির তথ্য বের করা যায়।

মনযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে, সামনে কোন ধরনের পোস্ট চান কমেন্ট করে জানালে কৃতজ্ঞ থাকব।

Theme images by dem10. Powered by Blogger.