ইউটিউব থেকে আয়ের সেরা তিনটি উপায়
বন্ধুরা, আমরা সবাই ই কম বেশি জানি যে ইউটিউবে ভিডিও আপলোড করে উপার্জন করা যায়। তো বন্ধুরা, আজ আমি আপনাদের ইউঠিউবের থেকে কিভাবে আয় করবেন সে বিষয়ে ধারনা দিব।
প্রথমেই কিছু কথা বলে নিই যে ইউটিউব হলো এমন একটি প্লাটফরম যেখানে আপনি আপনার তৈরিকৃত ভিডিও প্রদর্শন করাতে পারবেন যা হতে হবে সম্পূর্ণ নতুন এবং সৃজনশীল। ইউটিউবে কপিরাইট এ্যাক্ট চালু আছে। আপনি কপিকৃত কোন ভিডিও দিলেই তা ধরে ফেলে। জেনে নিন, কপিকৃত কোন ভিডিও থেকে আয় করা সম্ভব না।
মূল টপিকে আসি, ইউটিউব থেকে আয় করার ব্যাপারে এক্সপার্টরা সাত থেকে আটটি উপায় বলেছেন। যা থেকে সেরা তিনটি উপায় আজ আলোচনা করব ইনশা আল্লাহ।
প্রথমেই কিছু কথা বলে নিই যে ইউটিউব হলো এমন একটি প্লাটফরম যেখানে আপনি আপনার তৈরিকৃত ভিডিও প্রদর্শন করাতে পারবেন যা হতে হবে সম্পূর্ণ নতুন এবং সৃজনশীল। ইউটিউবে কপিরাইট এ্যাক্ট চালু আছে। আপনি কপিকৃত কোন ভিডিও দিলেই তা ধরে ফেলে। জেনে নিন, কপিকৃত কোন ভিডিও থেকে আয় করা সম্ভব না।
মূল টপিকে আসি, ইউটিউব থেকে আয় করার ব্যাপারে এক্সপার্টরা সাত থেকে আটটি উপায় বলেছেন। যা থেকে সেরা তিনটি উপায় আজ আলোচনা করব ইনশা আল্লাহ।
১. এ্যাডসেন্স: এ্যাডসেন্স সম্পর্কে আমরা সবাই কম-বেশি জানি যে, Adsense হলো বিশ্বের এক নম্বর এ্যাড প্রোভাইডর কোম্পানি। এটি গুগলের অধীনে পরিচালিত। Adsense বিভিন্ন সাইটে এ্যাড প্রোভাইড করে। এর জন্য আপনাকে www.adsense.google.com এই সাইটে সাইন আপ করতে হয় এরপর সাইটটি Submit করতে হয়। এ্যাডসেন্স সাইটটি রিভিউ করে এরপর এ্যাড দেয়ার
যোগ্য হলে এ্যাড শো করে যার বিনিময়ে আপনাকে দেয়া হয় অর্থ।
ইউটিউবও তেমনি কিছু শর্ত শাপেক্ষে এ্যাড শো করে। শর্তগুলো হলো, এক বছরে-
যোগ্য হলে এ্যাড শো করে যার বিনিময়ে আপনাকে দেয়া হয় অর্থ।
ইউটিউবও তেমনি কিছু শর্ত শাপেক্ষে এ্যাড শো করে। শর্তগুলো হলো, এক বছরে-
- নুন্যতম ১,০০০ সাবস্ক্রাইব থাকতে হবে।
- নুন্যতম ৪০,০০০ ঘন্টা বা ২,৪০,০০০ মিনিট ওয়াচটাইম থাকতে হবে।
- সর্বোপরি কপিরাইট মুক্ত কন্টেন্ট থাকতে হবে।
এ শর্তগুলো পালন করতে পারলে আপনার চ্যালেনের এ্যাডের জন্য এ্যাডসেন্সের কছে আবেদন করতে পারবেন। এ্যাডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করুন। আপনাদের সাড়া পেলে নতুন পোস্ট তৈরি করব।
২. মাল্টি চ্যানেল নেটওয়ার্ক (MCN): এমসিএন হলো কিছু চ্যানেলের সমন্বয়ে গঠিত সাইট যারা এ্যাডসেন্সের অধীনে এ্যাডসেন্সের মতই কাজ করে। এরা কিছু সহজ শর্ত দিয়ে কিছু কাজ করিয়ে নেয়। এমসিএনের জন্য এমসিএন সাইটে সাইন আপ করে আপনার চ্যালেনটি সাবমিট করতে হয়। এরা রিভিউ করে মন্তব্য জানায়। পরবর্তীতে এমসিএনের মাধ্যমে এ্যাড শো করে। যার মূল প্রাপ্য অংশ থেকে তারা তাদের পারসেন্ট রেখে বাকিটা আপনাকে শেয়ার করবে।
৩. স্পন্সর: আপনার চ্যানেলে ৫০০০-১০০০০ সাবস্ক্রাইবার থাকলে বা তার বেশি থাকলে আপনি আপনার চ্যানেলের প্রোমষনের জন্য আপনি আপনার চ্যানেলের জন্য স্পন্সর খুজে নিতে পারেন। এতে করে আপনার চ্যানেলে ভিডিওর মাঝে তাদের বিজ্ঞাপন দেয়ার বিনিময় আপনাকে তারা অর্থ দিবে।
আজকের পোস্টটি এখানেই ইতি টানছি। আমাদের কাছে কোন ধরনের পোস্ট আশা করেন কমেন্ট করে জানান।