গুগোলে ভুলেও যে পাঁচটি শব্দ সার্চ করবেন না
আমরা বিভিন্ন বিষয় গুগোল এ সার্চ করে থাকি। গুগোল এর বেশিরভাগই উত্তর সঠিক দিয়ে থাকে। যার কারণে মনে করি যে গুগোল সবকিছু জানে। আসলে কি তাই?
গুগোল মাঝে মাঝে এমন কিছু বিষয় প্রদর্শন করে থাকে যা কাঙ্খিত নয়। চলুন এমন কিছু শব্দের সাথে পরিচিত হই যার ফলাফল দেখলে আপনিও আতকে উঠবেন। তাই এসব শব্দ সার্চ করা থেকে বিরত থাকুন।
ট্যারেটোমা (Teratoma):
এটি এক প্রকারের টিউমারের নাম। হাড়, দাত এবং চুলও এর উপাদান। এই শব্দ দিয়ে সার্চ করবেন না কারন এর ছবিটি দেখলে ভুলতে পারবেন না।
শ্যানকার (Chancre):
এ শব্দটি সার্চে খারাপ ব্যাধি সংক্রান্ত তথ্য ও বীভৎস ছবি দেখতে পাওয়া যাবে। এমন বীভৎস ছবি খুব কম দেখা যায়, তাই এ শব্দ সার্চ করবেন না।
স্কুইডওয়ার্ড টো নেইল ভার্সেস সোফা (Squidward Toenail VS Sofa):
এটি একটি ভিডিও ক্লিপ। এই ক্লিপে পায়ের নখ ঘোষে সোফা সরাচ্ছেন একজন। ভিডিও দেখার পর বন্ধ করতে বাধ্য হবেন।
ডেগ্লাভিং (Degloving):
"ডেগ্লাভিং" মুভিতে একটি দৃশ্য আছে যেটি আর্নল্ড শোয়ারজনেগার এর হাত কাটার দৃশ্য। দেখে সহ্য করতে পারবেন তো? থাক না দেখাই ভালো।
ব্লু ওয়াফেল (Blue Waffle):
এই শব্দ লিখে সার্চ করলে নারী শরীরের একটি বিশেষ রোগের ছবি প্রদর্শন করা হবে। এর বস্তব কোন ব্যাখ্যা না থাকলেও এই ছবি সহজে মন থেকে মুছা খুব মুশকিল হয়ে পড়বে।
বিষয়গুলি এরপরও সার্চ করবেন কিনা আপনার বিষয়। আশা করি সার্চ করবেন না।
মনযোগ সহকারে পোস্টটিপড়ার জন্য ধন্যবাদ। ভালো লাগলে সোশ্যাল মিডিয়া/ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন আর পোস্টটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন।