Header Ads

ফেসবুক পেইজে লাইক কমেন্ট বাড়ানোর চারটি উপায়

এ লেখায় আজকে দেখাবো কিভাবে আমরা ফেসবুকের লাইক সংখ্যা বাড়াতে পারি।
ফেসবুকে লাইক সংখ্যা বাড়ানোর জন্য সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন তা হলো ভালো মানের পোস্ট করা। শুধু ভালো মানের পোস্ট করলে হবে না, বেশি লাইক পেতে অন্য যেসব বিষয়ে প্রয়োজন তা নিম্নে দেওয়া হল-

নিয়মিত এবং পর্যাপ্ত পরিমান পোস্ট করা: নিয়মিত পোস্ট করলে আপনার পেজটি পাঠকের কাছে পৌঁছাতে সহজ হবে। আর পরিমান মত পোস্ট করতে হবে। পরিমান মত পোস্ট করলে আপনার পেইজ বুস্ট করা সহজ হবে। অতিরিক্ত বা কম পোস্ট কোন টি কাম্য নয় অতিরিক্ত বা  একেবারে কম পোস্ট করলে আপনার পেইজে এনগেজ কম হবে। লক্ষ্য রাখতে হবে যেন মাত্রাতিরিক্ত পোস্ট হয়ে না যায়। লোকেরা যে ধরনের পোস্ট পড়তে পছন্দ করে বা যে ধরনের পোস্টে এনগেজ বেশি হয় সে ধরণের পোস্ট বেশি করতে হবে।

যেভাবে বেশি ফ্যানের নিউজ ফিডে পৌঁছানো সম্ভব:
ফেসবুক আপনার চারটি বিষয়ে ফলো করে লক্ষ্য করে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর এনগেজ। ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার এনগেজ যত বেশি হবে ফেসবুক ধরে নিবে আপনার পেজ ততো বেশি সক্রিয় তাই আপনার বেশ বেশি কমেন্ট করবে অন্যথায় আপনার যদি লাইক কমেন্ট শেয়ার কম হয় তাহলে ধরে নিবে যে আপনার পেজটি নিষ্ক্রিয় তাই তারা আপনার পেজটি  কম দেখাবে তাই আপনার উচিত হবে প্রত্যেকটি পোষ্টের শেষে "পোস্টটি ভাল লাগলে লাইক নিন" এ কথাটি বলে দেওয়া।

পোস্টে বেশি লাইক পাওয়ার উপায়:
পোস্টে বেশি লাইক পেতে হলে যে বিষয়গুলো করতে হবে তার মধ্যে রয়েছে-
ভালো মানের পোস্ট করা।
ঝলমলে ছবি যুক্ত পোস্ট করা।
পাঠক যে ধরণের পোস্ট পছন্দ করে সে ধরণের পোস্ট বেশি করা।
বেশি বেশি শেয়ার করা।
তাৎক্ষণিক পরিবেশের সাথে মিল রাখে এমন পোস্ট করা। যেমন বৃষ্টির সময় বৃষ্টির নিয়ে পোস্ট করা, খেলার সময় খেলা নিয়ে পোস্ট করা, ইত্যাদি।
সর্বোপরি "পোস্টটি ভাল লাগলে লাইক দিন" এ কথাটি বলে দেওয়া।

পোস্টে বেশি বেশি কমেন্ট পাওয়ার উপায়:
সবাই চায় নিজের মত প্রতিষ্ঠিত করতে তাই প্রত্যেকটা পোষ্টের শেষে "আপনার মতামত জানান" কথাটি বলে দেওয়া এর মাধ্যমে ব্যক্তি তার মতামত কমেন্ট এর মাধ্যমে তুলে ধরবে এবং আপনার পোস্টটি কমেন্টের মাধ্যমে নতুন হবে। সাথে সাথে তা অন্যের নিউজ ফিডে পৌঁছাবে।


পোস্টে শেয়ার বাড়ানোর উপায়: পোস্ট শেয়ার বাড়াতে হলে যে কাজ গুলো করতে হবে তা হল যে বিষয়গুলো মানুষ পছন্দ করে সে বিষয়গুলো আপনার তুলে ধরতে হবে যে ছবি গুলো আপনি পোস্ট করবেন সেগুলো লেখা যুক্ত হলে তাতে লেখা সংশ্লিষ্ট ছবি যুক্ত করতে হবে সবচেয়ে ভালো হয় যদি আপনি মনিষীদের কোন বাণী তুলে ধরতে পারেন

কার্ডের মাধ্যমে বুস্ট করা:
আমাদের প্রত্যেকেরই এখন দুই একটি মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে যার মাধ্যমে আমরা পোস্ট বুস্ট করতে পারি। আপনাদের সাড়া পেলে সামনে কিভাবে কার্ডের মাধ্যমে পোস্ট বুস্ট করতে হয় তার তথ্য জানাবো। আপনারা চাইলে আমাদের মাধ্যমেও পোস্ট বুস্ট করতে পারেন।

সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।
Theme images by dem10. Powered by Blogger.