ফোন চার্জে দেরি হয় যে কারণে
চার্জিং ক্যাবল প্রবলেম
চার্জিং ক্যাবল বা ভাটা কাবল দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে এর কাজ ক্ষমতা কমে যায়। অনেক ক্ষেত্রে দেখা দেয় যে চার্জার ক্যাবল এর পিনে মরিচা পড়ে যায় কিংবা ক্ষয় যায়। যার কারণে আপনার স্মার্ট ফোনটি চার্জ হতে বেশি সময় নেয় এক্ষেত্রে ক্যাবলটি পরিবর্তন করলেই ঠিক হয়ে যাবে
চার্জিং অ্যাডাপ্টার প্রবলেম
কিছু কিছু ক্ষেত্রে চার্জিং অ্যাডাপ্টার এর সব ক্ষমতা কমে যায়। ফোনের সাথে সাধারণত তিন ধরনের চার্জার দিয়ে থাকে ১ এম্পিয়ার, ২ এম্পিয়ার কিংবা ৩ এম্পিয়ার সম্পন্ন।
সাধারণ হিসাব অনুযায়ী, এক এম্পিয়ার সাধারণত ৭০০ থেকে ৮৫০ মিলি এম্পিয়ার হারে, দুই এম্পিয়ার ১৫০০ থেকে ১৬০০ মিলি এম্পিয়ার হারে এবং তিন এম্পিয়ার সাধারণত ২৫০০ থেকে ২৬০০ মিলি এম্পিয়ার হারে চার্জ হয়ে থাকে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে 'এম্পিয়ার' নামক অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার ব্যাটারি চার্জের হার বুঝতে পারেন। প্লে স্টোরের এই লিংক থেকে ও নামানো যাবে যদি চার্জিং এর ক্ষেত্রে স্লো অনুভব হয় তাহলে চার্জার কিংবা চার্জার কেবল পরিবর্তন করতে হবে।
ব্যাটারি পরিবর্তন
চার্জার কিংবা চার্জিং ক্যাবল পরিবর্তন করার পরেও যদি স্লো চার্জ হওয়ার না সারে কিংবা যদি ফোন গরম হওয়া স্বাভাবিক হয়ে পড়ে, তাহলে ব্যাটারি পরিবর্তন করতে হবে এক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করলে ফোন আবার সচল হবে। মনে রাখবেন ফোনের সাথে থাকা ব্যাটারির কোন তুলনা নেই।
চার্জিং পোর্টে সমস্যা
ফোনের চার্জিং পোর্ট এ যদি সমস্যা থাকে তাহলে চার্জ হওয়া না হওয়া সমস্যা দেখা দেয়। তবে এক্ষেত্রে অনুমোদিত কোন সার্ভিসিং পয়েন্ট থেকে চার্জিং পোর্ট পাল্টে নিতে হবে।
চার্জে দিয়ে ব্যবহার না করা
ফোন অনেক সময় চার্জে দিয়ে ব্যবহার করা হয় যাতে চার্জে দিতে যাতে চার্জ হতে বিলম্ব হয়। এমনকি আমরা অনেক সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন গেম খেলে থাকি যার ফলে ফোন চার্জ নিতে বাধাগ্রস্ত হয়। তাই ফোন চার্জে দিয়ে ব্যবহার করা উচিত না। বর্তমানে অনেক ক্ষেত্রেই ফোন চার্জে দিয়ে ব্যবহার করতে করতে ব্যাটারি ব্লাস্ট হওয়ার ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই ফোন চার্জে দিয়ে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
আমাদের এই পোস্টটি ভালো লাগলে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখুন। কোন কিছু জানার থাকলে কমেন্ট করুন, ধন্যবাদ।
সবাই ভাল থাকবেন। আসসালামু আলাইকুম...