একজন সফল ইউটিউবার হতে হলে আপনার যা যা প্রয়োজন
আপনি একজন Youtuber হতে চান?
আপনি হয়ত ভাবছেন আপনার কোন পিসি নেই, তাহলে আপনি কিভাবে একজন সফল ইউটিউবার হবেন?
কোন ব্যাপার না, চিন্তার কোন কারণ নেই। টেনশনে মাথার চুলও ফেলার কিছু নেই। আজকের পোস্টে আমি নতুন কিছু টিপস দিব যা আপনাকে একজন সফল Youtuber হতে সাহায্য করবে মাত্র একটি এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে।
তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি।
আপনার নিম্নোক্ত জিনিস গুলো থাকলেই আপনি একজন সফল ইউটিউবার হিসেবে নিজে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন বিষয় গুলো হলো-
- ভালো মানের একটি এন্ড্রয়েড ফোন। হতে পারে সেটা Symphony P7, Samsung Galaxy J2 অথবা Samsung Galaxy J7 কিংবা এগুলো থেকে ভালোমানের কোন ফোন।
- একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। যেমন: AZ Screen Recorder বা DU Screen Recorder ডাউনলোড
- মোবাইলে ভিডিও ধারন করার জন্য একটি ভালোমানের স্টান্ড। (যা অনলাইন মার্কেট থেকে 700/- থেকে 1,000/- দিয়ে কিনতে পারবেন।
- একটি নয়েজ ফ্রি মাইক্রোফোন। (এটিও অনলাইন মার্কেট প্লেস থেকে কিনতে পারেন। এক্ষেত্রে সাজেস্ট করব Boya BY-M1 যার দাম নিবে 900/- থেকে 1,150/-)
- ভিডিও এডিটের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার। (Kinemaster Pro এবং Power Director Pro)
- ফটো এডিট বা থাম্বনেল তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার।(Picsart Pixellab)
- সমধর্মী ভিডিওর ট্যাগ দেখার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার।(You Tag)
- ফেসবুকে লিংক শেয়ার করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার। (FBLinker)
- আপনার ইউটিউব ড্যাসবোর্ডে প্রবেশ করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার। (Youtube creator studio)
- মোটামুটি মানের আলোবাতাস সমৃদ্ধ একটি কক্ষ।
ধন্যবাদ বন্ধুরা, আজকের এ পোস্ট টি আগ্রহ সহকারে পড়ার জন্য। আগামী তে কোন ধরনের পোস্ট চান কমেন্ট করে জানালে কৃতজ্ঞ থাকব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এ কামনায় আজ এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম...