Header Ads

দ্রুত ফোন চার্জ করবেন যেভাবে


আমরা যত ভালো ফোনই ব্যবহার করি না কেন, কিছুদিন পর একটি সমস্যা প্রকট হয়ে দেখা দেয় আর তা হলো ‘ব্যাটারি প্রবলেম’। এটা একটি চরম সত্য যা আপনি স্বীকার করেন বা না করেন। আর পুরাতন মডেলের ফোন হলে তো কথাই নেই। যাই হোক এত সত্ত্বেও কিছু মানুষ ফোনের ব্যাটারি নিয়ে সস্তিতে আছেন। আপনিও কিভাবে সস্তিতে থাকতে পারেন সে জন্যই আজকের এ পোস্ট।

আমরা সবাই আমাদের হ্যান্ডসেট পরিবর্তন করি। যার অনেক ক্ষেত্রে কারণ হিসেবে দাড়ায় লো ব্যাটারি। কিন্তু এমন কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো মানলে ফোন দ্রুত চার্জ করা সম্ভব।

উদাহরণ স্বরুপ, ফোনটা একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করান। এর ফলে ফোন যেমন স্লো হবে না, ফোনের ব্যাটারিও ভালো থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করুন, নরমাল চার্জার এড়িয়ে চলুন। এক ফোনের চার্জার অন্য ফোনে ব্যবহার এড়িয়ে চলুন। আরেকটি বিষয়, কম্পিউটার বা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি লাগে। ফলে প্লাগ পয়েন্ট থেকে ফোন চার্জ করাই শ্রেয়।


চার্জিংয়ের সময়ে কী কী করলে ফোন দ্রুত চার্জ করা যায় তা নিচে তুলে ধরা হল-



  1. ফোন চার্জ করার সময়ে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। এর ফলে কলিং, ইন্টারনেট, জিপিএস সবই বন্ধ থাকবে। ফলে দ্রুত চার্জ হবে।
  2. ফোন চার্জে বসানোর সময়ে ব্যাটারি সেভিং মোড অন করে দিতে পারেন।
  3. ফোন যদি অফ করে চার্জ দেন, তা হলেও সেটি দ্রুত চার্জ হবে।
  4. যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।
  5. চার্জে দিয়ে গেম বা উচ্চ রেজুলেশনের কোন প্রোগ্রাম না চালানো।

উপরের পাঁচটি টিপস মানলে আশা করা যায় ফোন আরও দ্রুত চার্জ হবে। আপনার ফোনটি থাকবে সুরক্ষিত।

ধন্যবাদ আপনাকে আমাদের এ টিপস টি মনোযোগ দিয়ে পড়ার জন্য। আগামীতে কোন ধরনের পোস্ট আশা করেন জানাবেন, আপনাদের আশা পূরণ করার চেস্টা করব।

Theme images by dem10. Powered by Blogger.